007 9 linnet

যখন আমরা আমাদের সাবানকে ‘প্রাকৃতিক’ বলি, তখন আমরা বোঝাতে চাই যে এটি তৈরি করতে আমরা যে সমস্ত উপাদান ব্যবহার করি তা প্রাকৃতিক।

এখন মন জানতে চাইবে, তাহলে প্রাকৃতিকের সংজ্ঞা কি?

যা কিছু কোনো প্রক্রিয়া ছাড়াই উদ্ভিদ, উদ্ভিজ্জ, খনিজ বা প্রাণী থেকে আসে, তা প্রাকৃতিক। যেমন: মৌমাছি গাছে মধুর চাক তৈরি করে। সেখান থেকে যে মধু নেওয়া হয়, তা প্রাকৃতিক। গাভি ও ছাগল থেকে আমরা যে দুধ পাই, তা প্রাকৃতিক। গাছে আম হয় এবং আরও অন্যান্য ফল হয়, এসব ফল প্রাকৃতিক। জমিতে ধান, গম ও ভুট্টা ইত্যাদি হয়, এসব প্রাকৃতিক।

005 10 linnet

প্রাকৃতিকের সংজ্ঞা আমরা বুঝতে পারলাম। অতএব বলতে পারি, প্রাকৃতিক উপাদান দিয়ে যে সাবান তৈরি হয়, সেটাই প্রাকৃতিক সাবান। অর্থাৎ এসব সাবানে রাসায়নিক বা আর্টিফিসিয়াল কোনো উপাদান ব্যবহার করা হয় না। যে সাবানে ল্যাবে কৃত্রিমভাবে কোনো কিছু ব্যবহার করা হয়, তা প্রাকৃতিক সাবান নয়। কোনো কোনো সাবানে প্রকৃতি সদৃশ সুগন্ধি তেল ইত্যাদি ব্যবহার করা হয়। কিন্তু প্রকৃত প্রাকৃতিক সাবান হলো সেটা, যেখানে প্রকৃত সদৃশ কোনো উপাদানও ব্যবহার করা হয় না।

যারা সাবান ব্যবহার করছে তারা সবাই তো আর রসায়নবিদ নয়। তাই তাদেরকে যা বুঝানো হয়, তারা তাই বুঝে থাকে। তাদেরকে যদি বলা হয়, এটা প্রাকৃতিক উপাদানে তৈরি সাবান, তারা বিশ্বাস করে সেটাই কিনে নেয়। সে সাবানে রাসায়নিক উপাদান থাকলেও, তা তারা বুঝতে পারে না।

004 5 linnet

ধরুন, বুকভরা আশা নিয়ে জলপাইয়ের প্রাকৃতিক সাবান কিনতে গেলেন একজন ক্রেতা। তাকে জলপাইয়ের প্রাকৃতিক সাবান দেওয়া হলো। যে সাবানের প্যাকেটে লেখা আছে ‘সোডিয়াম হাইড্রক্সাই’। এটা দেখে তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন। আসলে এটা দেখে ক্ষিপ্ত হওয়ার কিছু নেই। স্যাপোনিফিকেশন বলতে একটা শব্দ আছে, এটা ক্রেতা জানলে প্যাকেটের গায়ে ‘সোডিয়াম হাইড্রক্সাই’ লেখা দেখলে ক্ষিপ্ত হবেন না।

স্যাপোনিফিকেশন হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে তেল, চর্বি ও মাখন সাবান হয়ে যায়। জলপাই তেল স্যাপোনিফাই করতে হলে, ক্ষার বা ‘লাই’ ব্যবহার করতে হয়। প্রাকৃতিক সাবান তৈরিতে লাই ব্যবহার করা দোষণীয় নয়। কারণ লাই ব্যবহার না করলে জলপাই তেল, তেলই থেকে যাবে সাবান আর হবে না।

001 10 linnet

লাই কি? এমন প্রশ্ন আসতে পারে এখন। লাই হলো, সোডিয়াম হাইড্রক্সাইড। সাবান তৈরির সময় ক্রিস্টাল ফার্মে লাই দরকার হয়। সাবান তৈরি হয়ে যাওয়ার পর তাতে লাই অবশিষ্ট থাকে না। এজন্য সাবানে লাই ব্যবহার দোষণীয় নয়। তবে সাবানে যখন লাই ব্যবহার করা হবে, বুঝে শুনে দক্ষ কারিগর দিয়ে তা ব্যবহার করাতে হবে। অন্যথায় লাইয়ের পরিমাণ বেশি হলে, কখনো কখনো এর প্রভাব সাবানে রয়ে যায়। যা ব্যবহারকারীর ত্বকে সমস্যা তৈরি করতে পারে।

সাবান যখন প্যাকেটজাত করা হবে তাতে লাইয়ের ব্যবহারের বিষয় উল্লেখ করতে হবে। এতে ক্রেতার আস্থা ধরে রাখা যাবে এবং আইনি যে কোনো সমস্যা এড়ানো যায়। এছাড়া ক্রেতার জানার অধিকার আছে, সে যা কিনছে তা কী দিয়ে

003 5 linnet

উপরের আলোচনার পরও, সোডিয়াম হাইড্রক্সাইডের কথা শুনে আপনার মনে ভয় চলে আসতে পারে। এই একটা কারণে হয়তো আপনি প্রাকৃতিক সাবান না কিনেই বাজার থেকে ফেরত আসতে পারেন। দয়া করে হতাশ হবেন না। এখন সোডিয়াম হাইড্রক্সাইড ছাড়াও প্রাকৃতিক সাবান তৈরি করা হচ্ছে। সাবান কেনার সময় সাবানের প্যাকেটে উপদান দেখে কিনলেই হবে। 

উপরের আলোচনা পড়ে মনে এ চিন্তা আসতে পারে, প্রাকৃতিক সাবান কি শুধু জলপাই তেল দিয়েই তৈরি হয়? উত্তর হলো, না। নারকেল তেল, সূর্যমুখী তেল ও মধু ইত্যাদি দিয়েও প্রাকৃতিক সাবান তৈরি করা হয়।

006 7 linnet

প্রাকৃতিক সাবানে উপাদান হিসেবে থাকে মধু, হলুদ, কমলা, আদা, নিমপাতা, রিঠা, নারকেল, ল্যাভেন্ডার, ল্যামন গ্রাস ও দারচিনি ইত্যাদি। এসব উপদান শরীরের জন্য অত্যন্ত উপকারী।

আমরা সবাই চুল নিয়ে কমবেশি চিন্তিত থাকি। রিঠা, শিকাকাই, খয়ের ও ইউক্যালিপটাস তেল চুলের খুশকি দূর করে। রিঠা ও শিকাকাই মাথার ত্বকে সমস্যা থাকলে তা দূর করে। খদির চুলের স্বাভাবিক রং বজায় ধরে রাখে। এসব উপাদান প্রাকৃতিক সাবানে থাকে। ফলে প্রাকৃতিক সাবান ব্যবহার করলে, আলাদা করে তেল ব্যবহার করার প্রয়োজন হয় না।

008 7 linnet

নারকেল তেল ত্বকের বলিরেখা দূর করে। ক্যাস্টর ওয়েল, সূর্যমুখীর তেল ও মধূ ত্বক কোমল রাখে। আমরা অধিকাংশ মানুষ এগুলো সরাসরি ত্বকে ব্যবহার করার সময় পাই না। এজন্য প্রাকৃতিক সাবান ব্যবহার করা। প্রাকৃতিক সাবানে এ উপদানগুলো থাকে। ফলে এর ব্যবহারে নিজের অজান্তেই ত্বকের যত্ন নেওয়া হয়ে যায়।

দুধ স্বাস্থ্য ও ত্বক উভয়ের জন্য অত্যন্ত উপকারী। দুধ দিয়েও প্রাকৃতিক সাবান তৈরি করা যায়। আপনি দুধের তৈরি প্রাকৃতিক সাবান ব্যবহার করলে, আপনার ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যাবে। চেহারা ফর্সা করার জন্য কোনো ক্ষতিকর প্রসাধনী ব্যবহার করার প্রয়োজন হবে না। এ সাবান নিয়মিত ব্যবহার করলে চেহারা ধীরে ধীরে দুধে আলতা হয়ে যাবে।

0010 7 linnet

চা পান করে না, এমন মানুষের সংখ্যা খুবই কম। জানেন কি চা পাতা দিয়েও প্রাকৃতিক সাবান তৈরি হয়; আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হওয়ার কিছু নেই। যারা প্রাকৃতিক সাবান তৈরি করে, সবার কথা চিন্তা করে তারা চা পাতা দিয়েও সাবান তৈরি করে থাকে। যা ব্যবহারে ত্বকে যে কোনো সমস্যা থাকলে, দ্রুত দূর হয়। সমস্যা না থাকলে, তা নিরাপদ থাকে।

মুখের ব্রণ নিয়ে তরুণ-তরুনীদের দুশ্চিন্তার শেষ নেই। ব্রণ দূর করতে নানান ঔষধ ব্যবহার করে থাকে তরুণ-তরুণীরা। প্রাকৃতিক সাবানে থাকে চন্দন, হলুদ ও গোল মরিচ। ফলে প্রাকৃতিক সাবান ব্যবহার করলে মুখের ব্রণ সমস্যা দূর হয়। চেহারা থাকে সতেজ ও নিখুঁত।

সবাই বয়স লুকাতে চায়। কেউ চায় না ত্বকে বার্ধক্যের ছাপ পড়ুক। প্রাকৃতিক সাবানে অ্যালোভেরা, চন্দন কাঠ, কানাকা তাইলা ও বাদাম ইত্যাদি উপাদান থাকে। যা ত্বকে বার্ধক্যের লক্ষণগুলো প্রতিরোধ করে। ত্বক থাকে বার্ধক্যের ছাপমুক্ত।

0011 2 linnet

চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গেলে দেখা যায়, রোগীর অভাব নেই। এত মানুষের চর্মরোগের সমস্যা কেন? এমন প্রশ্ন করলে উত্তর আসবে, ত্বকের যত্ন নেয় না। এজন্যই চর্মরোগর সমস্যা হয়েছে। এ কথা সত্য। তবে আরও বেশি সত্য হলো, প্রাকৃতিক সাবান ব্যবহার না করে সাধারণ সাবান ব্যবহার করা। সাধারণ সাবান ব্যবহারে কেন চর্মরোগ হয়, নিচে তুলে ধরছি।

সাধারণ সাবানে প্যারাবেসন, ট্রাইক্লোসান ও সালফেটসের মতো ক্ষতিকারক পদার্থ থাকে, যা মানুষের প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করে। হরমোনকে উত্তেজিত করতে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এসব পদার্থের কারণে চর্মরোগে আক্রান্ত হয় মানুষ। প্রাকৃতিক সাবানে তো এসব পদার্থ নেই। তাই চর্মরোগ হওয়ার কোনো ঝুঁকিও নেই।

009 7 linnet

প্রাকৃতিক সাবান শুধু মানুষের জন্য নয়, পরিবেশের জন্যও উপকারী। সাধারণ সাবানে মারাত্মক কীটনাশক এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে যা পানিতে মিশে জলজ প্রাণীদের ক্ষতি করে থাকে। অন্যদিকে প্রাকৃতিক সাবান যেসব উপাদানে তৈরি, তা এমনিতেই গলে যায়। টুকরা হয়ে পানিতে যাওয়ার সুযোগ নেই। জলজ প্রাণীদের ক্ষতি হওয়া তো পরের বিষয়।

পুরা লেখা পড়ে আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে, এখন থেকে আপনার প্রাকৃতিক সাবান ব্যবহার করা উচিৎ। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, সাবান ব্যবহার করতে হয় এজন্য যদি আপনি সাবান ব্যবহার করে থাকেন, যে কোনো প্রাকৃতিক সাবান ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার যদি কোনো উদ্দেশ্য থাকে যে, ত্বক কোমল রাখবেন ও চর্মরোগ দূর করবেন ইত্যাদি। তাহলে কেনার আগে বিক্রেতাকে বলুন। তিনি আপনাকে আপনার উপযুক্ত সাবান দিয়ে দিবেন।

তথ্যসূত্র: (লেখায় ইংরেজি কনটেন্টের বাংলা সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে)

ছবি- ফ্রিপিক

Shop at Linnet
Total
0
Shares

Leave a Reply