মেকআপ রিমুভার ও চেহারার যত্নে:

শিয়া একটি গাছের নাম। আফ্রিকা অঞ্চলে এ গাছ প্রচুর হয়। এই গাছের বাদাম থেকে যে মাখন পাওয়া যায়, তাকে ইংরেজিতে বলে ‘শিয়া বাটার’। এই বাটার এক ধরনের ফ্যাট, এটি খাওয়া যায় এবং ব্যবহারও করা যায়। তবে ত্বকের পরিচর্যার জন্য এই বাটার বেশি ব্যবহার করা হয়ে থাকে। শিয়া বাটার দিয়ে ক্রিম, লোশন ও সাবান ইত্যাদি তৈরি করা হয়। আজকের লেখায় কেবল শিয়া বাটারের তৈরি প্রাকৃতিক সাবানের উপকারিতা তুলে ধরা হবে।

005 1 linnet

শুষ্ক ত্বকের যত্নে:

শিয়া বাটারে তৈরি সাবান চমৎকার ময়েশ্চারাইজের কাজ করে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ত্বককে নূন্যতম ১২ ঘন্টার জন্য হাইড্রেটেড করে রাখে। ফলে এ সাবান ব্যবহারে ত্বক থাকে নরম। শুষ্ক ত্বকের জন্য এ সাবান খুবই উপকারী।

ত্বকের প্রদাহ কমায়:

অনেকের ত্বক খুবই স্পর্শকাতর। যা খুশি ত্বকে ব্যবহার করতে পারে না। ত্বকে জ্বালাপোড়া হয়। এমন ত্বকের জন্য শিয়া বাটার সাবানের বিকল্প নেই।

শিয়া গাছ থেকে তৈরি যে বাটার এ সাবানে ব্যবহার করা হয়, এ বাটারে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। তাই এ সাবান ব্যবহারে ত্বকের ফোলাভাব সমস্যারও সমাধান হয়।

001 1 linnet

ত্বকের রোগ নিরাময়ে:

অ্যাকজিমা ও সোরিয়াসিসসহ ত্বকে নানান রোগ হয়। শিয়া বাটার সাবান ব্যবহারে এসব রোগ নিরাময় হয়। এছাড়াও কোনো কারণে ত্বকে ক্ষত হয়ে গেলে, ক্ষতস্থানে শিয়া বাটার ঔষধ হিসেবে কাজ করে।

ত্বকের দাগ দূর করে:

শরীরের বিভিন্ন স্থানে কালো কালো দাগ পড়ে যায়। এসব দাগের কারণে অনেকে অস্থিরতায় থাকেন। নিজের সৌন্দর্য ধরে রাখতে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে এসব দাগ উঠান। এতে শরীরে দেখা দেয় নানান সমস্যা। এখন থেকে আর কোনো প্রসাধনী ব্যবহার করতে হবে না। শিয়া বাটারে তৈরি সাবান নিয়মিত ব্যবহার করলেই হবে। এ সাবানে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা ত্বকের কালো দূর করে থাকে।

এছাড়াও ত্বকে বসন্তের এবং কেটে যাওয়ার দাগসহ বিভিন্ন দাগ পড়ে যায়। শিয়া বাটারের তৈরি সাবান নিয়মিত ব্যবহার করলে এসব দাগও ত্বক থেকে দূর হয়ে যায়।

0011 1 linnet

সূর্যের আলোর ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে:

সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকের উপর পড়লে, ত্বকের টিস্যুর কোষ ভেঙ্গে যায়। এতে ত্বক আর্দ্রতা হারায়। ত্বকে বলিরেখা পড়ে এবং ত্বক কুঁচকে যায়। এছাড়াও এ রশ্মির প্রভাবে ত্বকের ক্যান্সারও হয়ে থাকে।

শিয়া বাটার সাবানে ভিটামিন ই, এ এবং অ্যান্টিঅক্সিডেন উপাদান রয়েছে। যা ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখে।

চুলের যত্নে:

চুল যার নেই, সে বুঝে চুলের মর্ম। চুলের যত্নে শ্যাম্পু ও কন্ডিশনারসহ নানান প্রসাধনী ব্যবহার করা হয়। যেসব প্রসাধনী ব্যবহারে উপকারের চেয়ে অপকার বেশি হয়। অন্যদিকে শিয়া বাটার সাবান পুষ্টি ও ভিটামিনে ভরপুর। ফলে এ সাবান ব্যবহারে চুল পড়া কমে যায়। মাথার ত্বক পায় পুষ্টি ও ভিটামিন। তাই টাক মাথায় নতুন চুল উঠতে শুরু করে। চুল ঘন হয় এবং অল্প বয়সে চুল পেকে যাওয়া সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। চুল থাকে নরম ও ঝলমলে।

002 1 linnet

খুশকি দূর করে:

খুশকি সমস্যা নেই, এমন মানুষ পাওয়া কঠিন। খুশকি সমস্যা দূর করতে নানান মানুষ নানান জিনিষ ব্যবহার করে থাকে। সাময়িক উপকার মিললেও, আবার খুশকি হয় মাথায়।

মাথার ত্বক শুকনো থাকলে কিংবা ঘেমে গেলে খুশকির সমস্যা হয়। শিয়া বাটার সাবানে রয়েছে ময়েশ্চারাইজার। এ সাবান নিয়মিত ব্যবহার করলে মাথার ত্বক আর্দ্র থাকে। তাই মাথায় খুশকি ও চুলকানির সমস্যা হয় না। 

006 1 linnet

মেকআপ রিমুভার চেহারার যত্নে:

নিজের সৌন্দর্য বাড়াতে মেকআপ করে থাকেন নারীরা। অফিস বা পার্টি থেকে ক্লান্ত দেহে ঘরে ফিরে মেকআপ তোলার মতো অ্যানার্জি অনেক সময় শরীরে থাকে না। এতে করে মেকআপ অবস্থায় অনেকে ঘুমিয়ে যায়। ফলে চেহারায় নানান সমস্যা হয়। এছাড়াও মেকআপ তুলতে যেসব প্রসাধনী ব্যবহার করা হয়, এতেও চেহারা প্রকৃত সৌন্দর্য হারিয়ে ফেলে। অল্প সময়ে মেকআপ রিমুভ করতে চেহরার সৌন্দর্য ধরে রাখতে হলে উপায় একটাই; শিয়া বাটার সাবান ব্যবহার করা। শিয়া বাটার সাবান ব্যবহার করলে মূহুর্তেই ত্বক তেলতেলে হয়ে যায়। অল্প সময়ে উঠে যায় মেকআপ। সাথে সাথে ত্বকে জমে থাকা সব ময়লাও উঠে যায়। অন্যদিকে ত্বক পায় পুষ্টি ও ভিটামিন। ফলে চেহারায় সৌন্দর্য বাড়ে।

মেকআপ রিমুভ করা ছাড়াও সারাদিন বাইরে কাজ করার কারণে চেহারায় অনেক ধুলোবালু জমে যায়। এ কারণে চেহারায় ব্রণসহ নানান সমস্যা হয়ে থাকে। শিয়া বাটার সাবানে আছে অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান। ফলে এ সাবান ব্যবহারে চেহারা থেকে সব ধরণের জীবাণু দূর হয়। চেহারা থাকে উজ্জল, কোমল ও মসৃণ।

0010 1 linnet

তারুণ্য ধরে রাখতে:

ত্বকে বলিরেখা পড়লে এবং ত্বক কুঁচকে গেলে চেহারায় বার্ধক্যের ছাপ চলে আসে। নিজের কাছে নিজেকে বুড়ো বুড়ো লাগে। ত্বক আকর্ষণীয় রাখতে শিয়া বাটার সাবান অত্যন্ত কার্যকর।

অ্যান্টিসেফটিকের কাজ করে:

বিভিন্ন সময় শরীরে পিঁপড়াসহ নানান পোকামাকড় কামড় দিয়ে থাকে। এতে কখনো শরীর ফুলে যায় এবং কখনো যন্ত্রণা ও ব্যাথা হয় শরীরে। অনেক সময় হাতের কাছে অ্যান্টি-সেফটিক থাকে না। ফলে আক্রান্ত স্থানে কষ্ট নিয়েই কাটাতে অনেকটা সময়। ঘরে শিয়া বাটার সাবান রাখুন। কখনো পোকামাকড় কামড় দিলে, আক্রান্ত স্থানে শিয়া বাটার সাবান ব্যবহার করুন। অ্যান্টি-সেফটিকের কাজ করবে। 

003 1 linnet

শিশুদের ত্বকের যত্নে:

শিশুদের ত্বক মারাত্মক সংবেদনশীল। অল্পতেই তাদের ত্বকে বড় বড় রোগ হয়ে যায়। এজন্য শিশুদের ত্বকে খুব বাছাই করে প্রসাধনী ব্যবহার করতে হয়। এখন থেকে শিশুদের ত্বক নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। অনেক অনেক প্রসাধনী ব্যবহার করারও প্রয়োজন নেই। শিয়া বাটার সাবান নিয়মিত ব্যবহার করানো হলে শিশুর ত্বক থাকবে নিরোগ, সতেজ ও পরিচ্ছন্ন।

গর্ভবতী মায়েদের ত্বকের যত্নে:

সন্তানের ক্ষতি হবে, এমন চিন্তা করে গর্ভবতী মায়েরা শরীরে কোনো প্রসাধনী ব্যবহার করেন না। কেউ কেউ তো সাবানও ব্যবহার করেন না। এতে শরীরে ময়লা জমে গিয়ে অ্যালার্জি ও খোসপাঁচড়াসহ নানান রোগ হয়। এখন থেকে গর্ভবতী মায়েদের কোনো দুশ্চিন্তা নেই। প্রতিদিন গোসলের সময় শিয়া বাটার সাবান ব্যবহার করলে, শরীর থাকবে পরিচ্ছন্ন ও নিরোগ এবং সন্তান থাকবে নিরাপদে।

007 2 linnet

রানের চুলকানি সমস্যা দূর করতে:

যারা সারাদিন অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে সময় ব্যয় করেন। দীর্ঘ সময় টাইট পোশাকে থাকায়, ঘেমে গিয়ে দুই রানের উপরের অংশে চুলকানি হয়। কখনো কখনো চামড়া ছিলে যায়। কখনো কখনো এ স্থানে দাদা হয়, যা বিব্রত ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। এ সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে শিয়া বাটার সাবান নিয়মিত ব্যবহারের বিকল্প নেই।

ঠোঁট পা ফাটা দূর করতে:

চলে এসেছে শীতকাল। এ সময়ে অধিকাংশ মানুষের ঠোঁট ও হাত-পা ফেটে যায়। ত্বক শুষ্ক হয়ে থাকে। শরীরের যত্নে লোশন ও মেরিলসহ নানান প্রসাধনী ব্যবহার করা হয়। এতেও দূর হয় না সমস্যা। এবার তাহলে শিয়া বাটার সাবান ব্যবহার করুন। দেখবেন, ঠোঁট ফাটা কমে আসছে। হাত ও পা ফাটার সমস্যাও দূর হচ্ছে। লোশন ব্যবহার না করেও শরীরের ত্বক থাকছে কোমল।

001 2 linnet

শিয়া বাটারে রয়েছে ফ্যাটি অ্যাসিড। শিয়া বাটারে তৈরি সাবান ব্যবহার করলে ফ্যাটি অ্যাসিডের প্রভাবে ত্বকের মরা টিস্যু জীবিত হয়। ফলে দূর হয় ত্বক ফাটা সমস্যা।

শরীর ও ত্বকের যত্নে শিয়া বাটারে তৈরি সাবানের বিকল্প হয় না। প্রকৃতিকে ভালোবাসুন। প্রাকৃতিক শিয়া বাটার সাবান ব্যবহার করুন। সুস্থ থাকুন ও সুস্থ রাখুন।

তথ্যসূত্র : (লেখায় ইংরেজি কনটেন্টের বাংলা সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে)

ছবি– ফ্রিপিক

https://soap.club/blogs/blog/15-amazing-benefits-of-shea-butter-soap-soap-club    
Shop at Linnet
Total
0
Shares

Leave a Reply