হলুদের সাবানের অনেক উপকারিতা

প্রাচীনকাল থেকে, মানুষ প্রাকৃতিক সৌন্দর্য পণ্য হিসাবে হলুদ গুঁড়ো ব্যবহার করে আসছে। হলুদের গুঁড়া এবং পেস্ট আজও বিভিন্ন ধরণের ত্বকের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। কিন্তু হলুদের সাবান কি ত্বকের জন্য ভালো?

অর্গানিক হলুদের সাবানে প্রাকৃতিক হলুদের মতো অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণের বিরুদ্ধে লড়াই করে, অন্যদিকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের টোনকে হালকা করে।

এই নিবন্ধে, আমি ত্বকের বিভিন্ন সমস্যার ন্যাচারাল সমাধানের জন্য হলুদ সাবান ব্যবহার করার সুবিধাগুলি নিয়ে আলোচনা করব। আপনার দৈনন্দিন ত্বকের যত্নের রুটিনে কেন অর্গানিক হলুদ সাবান অন্তর্ভুক্ত করা উচিত, সে সম্পর্কে আরও জানতে নিবন্ধটি পড়ুন।

002 2 linnet

অর্গানিক হলুদ সাবানের উপকারিতা

আধুনিক বিজ্ঞানীরা ত্বকের যত্নে হলুদের অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন।অর্গানিক হলুদ সাবানে শুধু হলুদ নয়, অন্যান্য উচ্চ গুনসম্পন্ন জৈব উপাদান- যেমন- আফ্রিকান কোকোয়া এবং শিয়া বাটার, অর্গানিক এক্সর্ট্রা ভার্জিন নারিকেল তেল, এক্সর্ট্রা ভার্জিন জলপাই(অলিভ) তেল,ক্যাষ্টর তেল, সুইট এলমন্ড(কাঠবাদাম) তেল, নিম তেল,জোজোবা তেল, অর্গানিক প্রাকৃতিক মেডিসিনাল মধু, হিমালয়ান পিংক লবন, সামুদ্রিক লবন, ভিটামিন –ই তেল, অর্গানিক টারমারিক(হলুদ) গুড়া, জিনজার(আদা) গুড়া, মাচা গ্রীন টি গুড়া, একুয়া, লাই এবং টারমারিক/হলুদ , জিনজার/আদা, ফ্রাংকিনসেনস ও টি ট্রি ন্যাচারাল এসেনসিয়াল ওয়েল রয়েছে।

সুতরাং, আপনার ত্বকের যত্নের জন্য অর্গানিক হলুদ সাবান ব্যবহার করার সুবিধাগুলি এখানে রয়েছে:

006 2 linnet

ত্বকের ক্যান্সার প্রতিরোধে:

হলুদের তৈরি সাবানে আছে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। এ উপাদানের কারণে হলুদের সাবান ব্যবহার করে মানুষ ত্বকের ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারে।

ক্ষত সারাতে:

হলুদের সাবানে আছে কারকিউমিন ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। ফলে যে কোনো ক্ষতস্থানে হলুদের সাবান ব্যবহার করলে ক্ষতের যন্ত্রণা কমে যায়। ক্ষতস্থানে সামান্য হলুদের সাবান কিছুক্ষণ লাগিয়ে রাখলে বেশ উপকার পাওয়া যায়।

ত্বকের সৌন্দর্য বাড়াতে:

হলুদের সাবান নিয়মিত ত্বকে ব্যবহার করলে, ত্বক উজ্জল হয়। ত্বক থেকে বলিরেখা দূর হয়। ব্রণের সমস্যা ভালো হয়। শরীরে অ্যাকজিমার সমস্যা থাকলে, হলুদের সাবান ঔষধের কাজ করে। শরীরের কালো দাগ দূর করতে হলুদের সাবানের বিকল্প কেবল হলুদের সাবানর।

ব্রণের সমস্যা যেভাবে দূর হয়:

হলুদের সাবানে রয়েছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। যা ত্বকে কার্যকরভাবে ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে। হলুদের সাবানে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বককে ঠান্ডা রাখে এবং ত্বকের কোষগুলোকে একত্রিত হতে ও ছিদ্রগুলোকে আটকে রাখতে বাধা দেয়।

005 2 linnet

হাইপারপিগমেন্টেশন হালকা করে:

হাইপারপিগমেন্টেশন মেডিকেলের পরিভাষা। অতিরিক্ত মেলানিন উৎপাদনের কারণে ত্বকে যে কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়, তাকে হাইপারপিগমেন্ট বলে। এছাড়াও ব্রণের দাগ, সূর্যের ক্ষতিকর আলো এবং হরমোনের ওঠানামার কারণে ত্বকে কালো দাগ পড়তে পারে। 

হলুদের সাবান মেলানিন উৎপাদনে বাধা দেয়। ফলে ত্বকে কালো দাগ পড়ে না। নিয়মিত হলুদের সাবান ব্যবহার করলে, ত্বকের যে কোনো দাগ প্রাকৃতিকভাবে দূর হয়ে যায়।

নিস্তেজ ত্বক সতেজ করে:

নানান কারণেই ত্বক নিস্তেজ হয়ে যায়। হলুদের সাবানে রয়েছে প্রদাহবিরোধী উপাদান ও অ্যান্টিঅক্সিডেন। নিয়মিত হলুদের সাবান ব্যবহারে ত্বকে ফিরে আসে সতেজ ভাব। উজ্জল হয় ত্বক। বেড়ে যায় ত্বকের মধ্যে মাইক্রোসার্কুলেশন। ফলে ত্বক ফিরে পায় প্রাণ এবং দূর হয় ত্বকের ভাঁজ।

004 2 linnet

চোখের নিচের কালো দাগ দূর করতে:

হলুদের সাবানে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, স্কিন-লাইটেনিং এবং মাইক্রোসার্কুলেশন-বুস্টিং ক্ষমতা। এ উপাদানগুলো ত্বকের কালো দাগের বিরুদ্ধে লড়াই করে। নিয়মিত হলুদের সাবান ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ দূর্বল হতে থাকে। এক পর্যায়ে চিরদিনের জন্য বিদায় নেয় চোখের নিচের কালো দাগ এবং চোখ ফিরে পায় তার আপন সৌন্দর্য।

পরিবেশগত ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে:

প্রতিদিন নানান প্রয়োজনে ঘরের বাইরে যেতে হয় আমাদের। সূর্যর আলো, ধুলাবালু ও গাড়ির কালো ধোয়ার প্রভাবে ত্বকে অনেক সমস্যা দেখা দেয়। নানান রোগে ত্বক আক্রান্ত হয়ে যায়। ত্বককে পরিবেশগত ক্ষতি থেকে মুক্ত রাখতে হলুদের সাবান ব্যবহারের বিকল্প নেই। নিয়মিত হলুদের সাবান ব্যবহারে ত্বকের ক্ষতিকর অণুগুলো মুছে যায় এবং ত্বক থাকে নিরোগ ও সুস্থ।

003 2 linnet

অকাল বার্ধক্য প্রতিরোধ করে:

শরীরের যত্ন না নিলে অল্প বয়সেই চলে আসে অকাল বার্ধক্য। বয়স কম হলেও দেখতে বুড়ো বুড়ো লাগে। শরীরের এমন অবস্থা হলে দুশ্চিন্তার শেষ থাকে না।

যত্ন না নিলে শরীরে ইলাস্টিন তৈরি হওয়ার ক্ষমতা কমে যায়। যখন ইলাস্টিন বাধাগ্রস্ত হয়, চেহারায় বলিরেখা পড়ে এবং শরীরের ত্বক ঝুলে যায়। হলুদের সাবান ব্যবহারের সবচেয়ে বড় উপকারিতা হলো, ত্বকে কোলাজেন উৎপাদন বেড়ে যায়। ফলে শরীরে গঠন হয় নতুন স্বাস্থ্যকর টিস্যু। নিয়মিত হলুদের সাবান ব্যবহারে শরীরে বাধাহীনভাবে ইলাস্টিন তৈরি হয়। এতে ত্বকে বলিরেখা পড়া কমে যায় এবং ত্বক সতেজ হয়।

সোরিয়াসিস অ্যাকজিমা রোগ প্রতিরোধে:

সোরিয়াসিস হলো এমন রোগ, যার কারণে ত্বকে প্যাচ তৈরি হয় এবং সেখান থেকে রক্ত পড়তে পারে।

গবেষণায় দেখা গেছে, টপিকাল ও ওরাল কারকিউমিন ৯ থেকে ১২ সপ্তাহের মধ্যে সোরিয়াসিস ভালো করতে পারে।

হলুদের সাবানে আছে উপরের দুটা উপাদান। রাতে ঘুমানোর আগে নিয়মিত আক্রান্ত স্থান হলুদের তৈরি সাবান দিয়ে ধুয়ে নিলে, সোরিয়াসিস ভালো হয়। 

001 3 linnet

ময়েশ্চারাইজারের কাজ করে:

ময়েশ্চারাইজার আমাদের কাছে অনেক পরিচিত শব্দ। শীত ও গ্রীষ্ম সব মৌসুমেই আমরা কমবেশি ময়েশ্চারাইজার ব্যবহার করি। ময়েশ্চারাইজার ত্বকের প্রতিটা কোষে ঢুকে কোষের ক্ষত নিরাময় করে। শুষ্ক ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ত্বকের তৈলাক্ত ভাব কমিয়ে আনে।

হলুদ ময়েশ্চারাইজারের কাজ করে। নিয়মিত হলুদের সাবান ব্যবহার করলে ত্বকের ভারসাম্য ঠিক থাকে।

অবাঞ্ছিত লোম দূর করতে:

নারীদের চেহারা বা হাত-পায়ে অবাঞ্ছিত লোম হলে, দুশ্চিন্তার সীমা থাকে না। অবাঞ্ছিত লোম দূর করতে অনেক অর্থ ব্যয় করা হয়। এরপরেও তেমন উপকার পাওয়া যায় না।

৬০জন নারীর ওপর পরীক্ষা চালিয়ে গেছে, টানা ১০ সপ্তাহ হলুদ ব্যবহারের কারণে তাদের শরীরের পশম পাতলা হয়ে উঠে যাওয়া শুরু হয়েছে। অতএব বলা যায়, হলুদের তৈরি সাবান ব্যবহারে প্রাকৃতিকভাবে অবাঞ্ছিত লোম দূর হয়ে যায়। এজন্য দাঁড়ি বা চুলে হলুদের সাবান ব্যবহার করতে নিষেধ করা হয়।

001 4 linnet

শরীরের দুর্গন্ধ দূর করে:

ঘামের দুর্গন্ধসহ শরীরের নানান দুর্গন্ধ তৈরি হয়। হলুদে আছে কারকিউমিন। যা মূলত নন টক্সিক ও অর্গানিক রাসায়নিক যৌগ। এছাড়াও হলুদে আছে অ্যান্টিইনফ্লেমেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়ালসহ নানা উপাদান। এসব উপাদানের প্রভাবে হলুদের সাবান ব্যবহার করলে শরীর থেকে দূর্গন্ধ দূর হয়।

শরীর পরিষ্কারে:

শরীর পরিষ্কার রাখার ব্যাপারে আমরা খুবই সচেতন। বিশেষভাবে ঘাড়, গলার নিচ এবং কানের প্যাচ পরিস্কারে আমরা অনেক যত্নবান। অনেক চেষ্টার পরেও এসব স্থানের ময়লা ভালোভাবে পরিস্কার করতে পারি না। হলুদের সাবান ব্যবহার করলে, সহজেই শরীরের ময়লা নরম হয়ে যায়। এরপর ধুয়ে নিলে শরীর ভালোভাবে পরিচ্ছন্ন হয়।

ব্ল্যাক হেডস দূর করতে:

নাকের উপরে এবং দুই পাশে কালো কালো পশমের মতো উঠে। যা চেহারার সৌন্দর্য নষ্ট করে। চেহারার সৌন্দর্য ধরে রাখতে আমরা ব্ল্যাক হেডস তুলে ফেলি। কখনো প্রাকৃতিকভাবে তুলি। কখনো মেশিন দিয়ে তুলি। এখনে থেকে আর ব্ল্যাক হেডস নিয়ে দুশ্চিন্তা নেই। হলুদের সাবান ব্যবহার করতে থাকলে, ব্ল্যাক হেডস নিজ থেকেই দূর হয়ে যাবে।

004 1 linnet

হলুদফর্সা হওয়ার জন্য:

চেহারার রং ফর্সা করার জন্য নানান প্রসাধনী ব্যবহার করে থাকেন অনেক মানুষ। রং ফর্সা করার প্রসাধনী ব্যবহার করার কারণে হয় ত্বকের ক্যান্সার। অন্যদিকে হলুদের সাবান ব্যবহার করলে ধীরে ধীরে চেহরার রং হলুদ ফর্সা হতে থাকে। যা দেখলেই ভালো লাগে।

তিল আচিল মুক্ত ত্বক পেতে:

শরীরে বিভিন্ন সময় র‌্যাশ উঠে। গরমকালে ঘামাচি হয় শরীরে। হলুদের সাবান ভিটামিন ই সমৃদ্ধ। এ সাবান ব্যবহার করলে ঘামাচি ও র‌্যাশ থেকে মুক্তি পাওয়া যায়।

এছাড়াও শরীরে তিল, আচিল এবং ছোট ছোট গোটার মতো উঠে থাকে। হলুদের সাবান ব্যবহার করলে এসব সমস্যাও দূর হয়।

006 3 linnet

হলুদের সাবানের অনেক উপকারিতা। কেবল পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে, বাস্তবে ব্যবহার করে এ সাবানের মাধ্যমে আমাদের উপকৃত হওয়া উচিৎ। তাহলে আর দেরি কেন? আজকেই আপনার ত্বকের যত্নের রুটিনে অর্গানিক হলুদের সাবান ব্যবহার অন্তর্ভূক্ত করুন।

Shop at Linnet
Total
0
Shares

Leave a Reply