শিয়া বাটার ন্যাচারাল সাবান- ত্বক হবে মসৃণ
শিয়া একটি গাছের নাম। আফ্রিকা অঞ্চলে এ গাছ প্রচুর হয়। এই গাছের বাদাম থেকে যে মাখন পাওয়া যায়, তাকে ইংরেজিতে বলে ‘শিয়া বাটার’। এই বাটার এক ধরনের ফ্যাট, এটি খাওয়া যায় এবং ব্যবহারও করা যায়। তবে ত্বকের পরিচর্যার জন্য এই বাটার বেশি ব্যবহার করা হয়ে থাকে। শিয়া বাটার দিয়ে ক্রিম, লোশন ও সাবান ইত্যাদি তৈরি করা হয়। আজকের লেখায় কেবল শিয়া বাটারের তৈরি প্রাকৃতিক সাবানের উপকারিতা তুলে ধরা হবে।
Share